বাকি দুই সংস্করণের মতো টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে ধারাবাহিক বাবর আজম। এই সংস্করণে দেশটির সর্বোচ্চ রানের মালিক ডানহাতি ব্যাটার। তবে স্ট্রাইকরেট সন্তোষজনক না হওয়ায় দলের বাইরে আছেন বাবর। এবার ফখর জামানের চোটের কারণে দলে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার।
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংক্ষিপ্ত ওভারের দলে রাখা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও নাসিম শাহকে। এই সংস্করণে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক খেলোয়াড়রা। এবার বাবর আজমকে এক হাত নিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বিরাট কোহলির প্রশংসা করে বাবরকে ‘প্রতারক’ বললেন সাবেক এই ক্রিকেটার।